ভারত যদি কোনোদিন শক্তি দেখানোর জন্য বাংলাদেশে আ/ক্রমণ করে

 

ভারত যদি কোনোদিন শক্তি দেখানোর জন্য বাংলাদেশে আক্রমণ করে, তাহলে তারা কি পুরো বাংলাদেশ দখল করতে পারবে? আর যদি তারা এই যুদ্ধে ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ পরবর্তী উপমহাদেশের মানচিত্র কেমন হবে?

ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করবে না।কারন বাংলাদেশ একটি মুসলমান রাষ্ট্র।ভারতীয় হিন্দুরা কখনো বাংলাদেশের মুসলমানদের পরাজিত করতে পারবে না।

এরকম কাল্পনিক অবস্থা চিন্তা করা যাক👇👇

ভারতকে কোন ছুতো দেখিয়ে বাংলাদেশকে হামলা করতে হবে।কারন বাংলাদেশ জাতিসংঘের স্বীকৃত দেশ।এবং খুব তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করতে হবে।ভারতের উল্লেখযোগ্য রপ্তানি আরব দেশে।ভারতের এই হামলা সমগ্র মুসলমান দেশ ভারতের উপর চাপ দেবে।ইউরোপের লিবারেল সরকারগুলো চাপ প্রয়োগ করবে।ভারতের সাপ্লাই লাইন ব্যাহত হবে।

ভারতের চিরশত্রু চিন আর পাকিস্তান রয়েছে বাংলাদেশকে অস্ত্র দেওয়ার জন্য।

ভারত বাংলাদেশকে কখনও বর্ষার মৌসুমে হামলা করবে না কারন তখন বাংলাদেশে অনেক জায়গা প্লাবিত হয় যেখানে ভারতীয় ট্যাংক সহ স্থল আর্মি মুভমেন্ট করা কঠিন হবে।ভারত বাংলাদেশে হামলা করবে অক্টোবর নভেম্বরে এবং মে জুনের পূর্বে যুদ্ধ না জিততে পারলে ভারতীয় আর্মি বাংলাদেশে ভিয়েতনাম দের মত ফেঁসে যাবে।

তাই ভারত প্রথম এয়ার স্ট্রাইক করে বাংলাদেশের মূল ডিফেন্স ইনস্টলেশন ধ্বংস করতে চাইবে।পরবর্তীতে তারা দশম প্রজন্মের অর্জুন লাইট ব্যাটল ট্যাংক নিয়ে ঢুকবে।তাদের ট্যাংকের পু-ট-কি মারার জন্য বাংলাদেশের প্রস্তুতি রয়েছে।

কিন্তু তাদের Air Force এর হামলায় বাংলাদেশ আর্মির প্রতিরোধ ভেঙ্গে গেলে বাঙালিরা গেরিলা যুদ্ধ করবে।যুদ্ধের প্রথম ৬ মাস গুরুত্বপূর্ণ।বর্ষা আসলেই ভারতীয় ফোর্স পালানোর সুযোগ পাবে না।

১৯৭১ সালে পাকিস্তান আর্মি সবচেয়ে বেশি মার খেয়েছে বর্ষাকালে।

আমাদের দেশ নদীমাতৃক অর্থাৎ নদী যার মা।আমরা ভারতের সঙ্গে যুদ্ধ আমাদের মায়ের কোলে বসেই যুদ্ধ জিতব।

এছাড়া ভারতীয় আর্মিকে আরেকটি ফ্রন্টে যুদ্ধ করতে হবে।পশ্চিমবঙ্গের মুসলমানদের সঙ্গে।পশ্চিমবঙ্গ সহ ভারতের মুসলমানরা ভারতীয় আর্মিকে একটি হিন্দু আর্মি হিসেবে দেখে।এজন্য ইন্ডিয়া আর্মিতে মুসলমানরা খুব একটা যোগ দেয় না।বাংলাদেশের অস্তিত্ব যদি ঝুঁকির সম্মুখীন হয় তাহলে ভারতীয় মুসলমানরা তাদের আর্মিকে স্যাবোট্যাজ করবে।ভারতে সার্জিল ইমামের অভাব নেই।

ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বা বোনের ইজ্জতের বিনিমনে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি।আমাদের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। যুদ্ধের পর উপমহাদেশের মানচিত্র হবে এমন👇👇

Comments