ঠিক কোন ধরনের অপরাধের বর্গে পড়ে সঞ্জয়ের কুকর্ম?

 জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর কাণ্ডের দোষী সাব্যস্ত সঞ্জয়ের সাজা ঘোষণার পরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, কেন সঞ্জয়ের ফাঁসি হল না? এত ঘৃ্ণ্য অপরাধের পরেও কেন এই শাস্তি ধার্য হল তার? গোটা দেশ হতাশায় ভরে উঠেছে। হতাশা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও!  

1/6

প্রশ্নমুখর

কেন এমন হল? এই নিয়ে প্রশ্নমুখর গোটা শহর, সারা রাজ্য, সমস্ত দেশ। শিয়ালদহ আদালতের এক আইনজীবী বিচারকের এই সাজাদানের পিছনে কী যুক্তি রয়েছে, সেটা ব্যাখ্যা করেছেন। কী ব্যাখ্যা দিলেন তিনি? সেটাই এখন সারা দেশ জানতে চাইছে। 

  
2/6

'রেয়ারেস্ট অফ রেয়ার'?

যেখানে, সিবিআইয়ের তরফে পর্যন্ত সঞ্জয়ের এই অপরাধকে 'রেয়ারেস্ট অফ রেয়ার' বলে উল্লেখ করা হয়েছে। 

  
3/6

'ইমপ্রিজনমেন্ট টিল ডেথ'

কী সাজা ঘোষণা হয়েছে সঞ্জয়ের? সঞ্জয়কে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বলা হয়েছে 'ইমপ্রিজনমেন্ট টিল ডেথ'। আমৃত্য কারাদণ্ড।

  
4/6

সঙ্গে সঞ্জয়ের জরিমানও

সঙ্গে সঞ্জয়কে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ওদিকে আদালত আবার নির্যাতিতার পরিবারের জন্য ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণও ধার্য করেছে। 

  
5/6

মৃত্যুদণ্ড নয় কেন?

সে যাই হোক। কিন্তু খোদ সিবিআই সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট চাওয়া সত্ত্বেও কেন সঞ্জয়ের মৃত্যুদণ্ড হল না? সিবিআই তো এই ঘটনাকে 'রেয়ারেস্ট অফ রেয়ার'ও বলে চিহ্নিত করেছে? 

  
6/6

বিরলের মধ্যে বিরলতম নয়?

বিচারক এখানে গভীর যুক্তি প্রদান করেছেন। সিবিআইয়ের 'রেয়ারেস্ট অফ রেয়ার' প্রসঙ্গ টেনে আদালত বলেছেন, আরজি করের ঘটনা 'রেয়ারেস্ট অফ রেয়ার'-এর বর্গে পড়ে না! তাই সঞ্জয়কে ডেথ পেনাল্টি দেওয়া হল না! 

Comments