- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
বিয়ের পর যৌনতা স্বাভাবিক বিষয়। কিন্তু মুর্শিদাবাদের অষ্টাদশী বধূর অভিযোগে তাজ্জব প্রায় সকলেই। বিয়ের মাত্র আড়াই বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ তুললেন তিনি। মুর্শিদাবাদের ভরতপুর থানায় অভিযোগও দায়ের করেন বধূ। যদিও তাঁর অভিযোগ মানতে নারাজ বধূর শ্বশুরবাড়ির লোকজন।
বৌদিদের ডিরেক্ট ULLU Wedseries Free Video গুরুপে এখানে ক্লিক করুন Free Video Group Click Here
কৈশোরে প্রেমে পড়েন একে অপরের। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে। ১৮ মাসের একটি কন্যাসন্তানও রয়েছে দম্পতির। বধূর দাবি, আর অত্যাচার সহ্য করতে পারছেন না। তাঁর অভিযোগ, স্বামী সেভাবে রোজগার করেন। অভাবের সংসার রোজ হয়তো খাবার জোটে না। তবে যৌনতা বাধ্যতামূলক। শারীরিক সম্পর্কের জন্য নাকি প্রতি রাতেই জোর করা হত তাঁকে। মহিলার আরও অভিযোগ, অসুস্থতার মাঝে জোর করে যৌনতা মাতেন স্বামী।
বছরের পর বছর অত্যাচার সহ্য করেছেন তিনি। বাধ্য হয়ে মাসকয়েক আগে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন বধূ। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন। ভরতপুর থানায় অভিযোগও দায়ের করেন। তবে অত্যাচারের কাহিনি জানাজানি হওয়ার পর থেকে ওই যুবকের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। বধূর অভিযোগ সত্যি কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment